Differently-Abled Cricketers' Practice at Nadia

Differently-Abled Cricketers' Practice at Nadia.




C.A.B.B অর্থাৎ Cricket Association for Blind of Bengal এর পক্ষ থেকে আপামর পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীকে জানাই শুভ বিজয়ার প্রীতি-শুভেচ্ছা অভিনন্দনআগামী ১০ই নভেম্বর,২০১৯ মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে  সারা ভারতব্যাপী এক ক্রিকেট টুর্নামেন্ট নাগেষ্ট্রফি ১৮ টি রাজ্য এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেপশ্চিমবঙ্গের দল  ম্যাচ এর অনুশীলন করবে আগামী ১৬ অক্টোবর,২০১৯ তারিখ থেকে 24 অক্টোবর,২০১৯তারিখ অবধি স্থান-পাগলা চন্ডী ফুটবল ময়দান, নদীয়া, পশ্চিমবঙ্গ
            জনসাধারণের কাছে বিনীত নিবেদন এই যে আপনারা এই দৃষ্টিহীন দলকে নিজেদের দেশের তথা রাজ্যের উজ্জ্বল প্রতিভার স্বরূপ হিসেবে তুলে ধরে সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা প্রত্যেকেই সংশ্লিষ্ট দিক দিয়ে এগিয়ে আসুন এবং এঁদের আশীর্বাদ করে এঁদের চলার পথকে মসৃন করে তুলুন। সকলকে জানাই সাদর আমন্ত্রণ


যোগাযোগ- ইলিয়াস মোল্লা, +91 98756 70998 - Noor Welfare Organisation, Nadia District, West Bengal

Comments

Popular posts from this blog

Grand Finale of IBF1

EMCONS BUSINESS ACADEMY

Ayanjit Sen - The new Bengali 'Digital Guru' of India