Dance sensation Swarnabha Chakraborty
Dance sensation Swarnabha Chakraborty
আমি স্বর্ণাভ চক্রবর্তী। আমি মধ্যমগ্রাম-এর বাসিন্দা। আমি নৃত্য খেলোয়ার এবং এখন নৃত্যকে স্পোর্টস এ ফেলা হয়। ক্রীড়া নৃত্যর সংস্থা ভারত তথা পৃথিবীতে আছে। সেখান থেকেই আমি স্টেট লেভেল, ন্যাশনাল এবং আন্তজাতিক স্তরে অনেক গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল জিতে ভারতকে রিপ্রেসেন্ট করেছি। (নেপাল কাঠমান্ডু শহরে). তারপর অর্থের অভাবে রাশিয়ার অলিম্পিয়াড ডান্সের খেলায় ভাগ নিতে পারিনি। একই সালে 2019 এ নেপাল জয় করে আমি আবারও ভারতকে রিপ্রেজেন্ট করার কথা ভাবি।তারপর ওয়ার্ল্ড ডান্স টাইসে বাংলাদেশ মেইল পাঠাই। রাশিয়ার অলিম্পিয়াড খেলাটা পোস্টপর্ণ্ড হয়ে যাওয়ার পরে বাংলাদেশে ওটারি মতন আরেকটা অলিম্পিয়াড যার নাম ওয়ার্ল্ড ডান্স বিডি অলিম্পিয়াড ইন্টারন্যাশনাল উদয় শংকর ডান্স ফেস্টিভাল নামক একটি ফেস্টিভেল এবং প্রতিযোগিতা বাংলাদেশ হয়।যেখানে 55 টি দেশ ভাগ নেয়,তারমধ্যে ভারত থেকে আমি সিলেক্ট হই।14 ই ডিসেম্বর 2019এ হয় সেমিফাইনাল -যেখানে 55টি দেশ পরিবেশনা করে।তারমধ্যে মাত্র 10 টি দেশ সিলেক্ট হয় গ্রান্ড ফাইনালে এ।আমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করি এবং সেই 55 টি দেশের মধ্যে মাত্র 14 বছর বয়সে আমি গ্র্যান্ড ফিনালে সিলেক্ট হই।15 ই ডিসেম্বর 2019 হয় গ্র্যান্ড ফাইনাল যেখানে সেরা দশটি দেশ পরিবেশনা করে।সেরা দশটি দেশের মধ্যে আমি ভারতের জন্য দুখানা ট্রফি তার সাথে বেস্ট ডান্সার অ্যাওয়ার্ড জিতে ভারতকে রিপ্রেসেন্ট করি। নতুন ইতিহাস বানাই় অলিম্পিয়াড খেলায় -যে প্রথমবার একটি 14 বছরের ক্ষুদে বিদেশে গিয়ে দু দুটি প্রথম স্থান অধিকার করি এবং তার সাথে বেস্ট ডান্সার আওয়ার্ড সার্টিফিকেট সব মিলিয়ে 3টে অ্যাওয়ার্ড জিতে আমি ভারতকে রিপ্রেজেন্ট করি। আমার শিক্ষক ঋষি গুপ্তা যার কাছে ডান্স শিখে আমি আজ এইখানে আসতে পেরেছি।তার ডান্স ক্লাস হাওড়াতে আমি রোজ মধ্যমগ্রাম থেকে হাওড়া যাতায়াত করি এবং গিয়ে আমি নৃত্য চর্চা করি। সব মিলিয়ে 6বছরের স্ট্রাগেল এবং আমার ভগবান বাসুদেব এবং আপনাদের প্রত্যেকের আশীর্বাদ ভালোবাসায় আজ আমি এইখানে আছি।আগামী দিনে কমনওয়েলথ ডান্স কাপ এবং অলিম্পিকস অফ ডান্স আমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই আমি শুধু আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।
Comments
Post a Comment